পাহাড়/পর্বত মানবজাতির ক্রমবিকাশে ক্রীড়কের ভূমিকা পালন করেছে। আদিম সময় থেকে আজকের সভ্য সমাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাহাড়ের উপর নির্ভরশীল। সেই গুহাবাসী মানুষের টিকে থাকার সংগ্রাম থেকে আজকের নগর সভ্যতা সবই এর অংশ। আজও খাদ্য, পানি (সুপেয়), জ্বালানির অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্বত। পাহাড়/পর্বত মানুষের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রধানতম স্থান ও চাবিকাঠি।